ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ এলাকা কোটা

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ কোটা সংরক্ষণে একমত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত এক সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) রুহী রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।


 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী ভর্তিতে ‘এলাকা কোটা’ চালুর সুপারিশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
 
রুহী রহমান বলেন, সুপারিশ অনুযায়ী কোনো এলাকার স্কুলে সেই এলাকারই ৪০ শতাংশ শিক্ষার্থীকে আগে ভর্তি করতে হবে। বাকি আসনে এলাকার বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে একমত হলেও বিষয়টি চূড়ান্ত করবেন শিক্ষামন্ত্রী ও সচিব।
 
এছাড়া এবার জেলা পর্যায়েও প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদন করে শিক্ষা শিক্ষার্থী ভর্তি করাতে হবে বলে জানান রুহী রহমান। বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়ায় ঢাকা মহানগরসহ অন্য মহানগরে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।
 
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।