ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৪৬ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
যবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৪৬ পরীক্ষার্থী

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রতি আসনের বিপরীতে অংশ নেবেন ৪৬ জন পরীক্ষার্থী।

এ বছর ৬৮০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট আবেদন করেছেন ৩০ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী।



আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর যবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির সহকারী পরিচালক (জনসংযোগ) কাজী হায়াতুজ্জামান মুকুল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

চলতি শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১০ হাজার ৪৫৩ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ৩৮৯ জন, ‘সি’ ইউনিটে ৫ হাজার ৬৪৩ জন, ‘ডি’ ইউনিটে ২ হাজার ৪৪১ জন, ‘ই’ ইউনিটে ৪৭৪ জন এবং ‘এফ’ ইউনিটে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

গত ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর অনলাইনের মাধ্যমে আবেদন করেন ভর্তিচ্ছুরা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।