ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

পাথরঘাটায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
পাথরঘাটায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে মোট ৯৮জন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত মাথাপিছু ১৫০০ টাকা ও এইচএসসি পর্যায়ে ২০০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।



সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল ফারুক প্রমুখ। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।