ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগ নেতাকে চাকরি থেকে অব্যাহতি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জাবিতে ছাত্রলীগ নেতাকে চাকরি থেকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির চাপের মুখে জাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দিপুকে প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) তাকে অব্যাহতিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাবি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।



তিনি বাংলানিউজকে বলেন, নিয়মানুযায়ী ফয়সাল হোসেন দিপুকে এক মাসের নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সে তার পদে দায়িত্ব পালন করবে।

গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এরপর দিপুর বিরুদ্ধে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ এনে শিক্ষক সমিতি তাকে নিয়োগ না দেওয়ার জন্য উপাচার্যকে অনুরোধ করেন।

শিক্ষকদের বিরোধিতা পরও গত ১৩ জুলাই ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য। এ সময় উপাচার্য নিজ ক্ষমতাবলে দিপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিয়োগ দেন।
 
গত ৩ আগস্ট পাঁচজন নিজ নিজ পদে কাজে যোগ দিলেও শিক্ষকদের বিরোধিতার কারণে দিপু চাকরিতে যোগ দিতে পারেননি। পরে উপাচার্য দিপুর নিয়োগ বাতিল করেন। এরপর গত ২৩ আগস্ট আবারও তাকে প্রশাসনিক কর্মকর্তা পদে প্রশাসনিক ভবনে নিয়োগ দেওয়া হয়।

দিপু কাজে যোগদানের পর থেকেই শিক্ষকরা তার নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। গত শনিবার (১৭ অক্টোবর) শিক্ষক সমিতি তার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।