ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবর্ষিকী মঙ্গলবার (২০ অক্টোবর)। দিবসটি উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যেমন বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা, একইভাবে সাজ সাজ রবে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।



প্রতিবার্ষিকি উদযাপন উপলক্ষে বিভিন্ন আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন, ৠালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এর অর্জন ও ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র দশ বছরে উন্নয়নের শিখরে পৌঁছতে পারবে না। তবে এ বছর গবেষণা ও প্রকাশনায় যে অগ্রগতি হয়েছে তা উল্লেখযোগ্য।

তিনি জানান, দুই সেশনে মোট ১৯ জন গবেষক পিএইচডি ডিগ্রির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ৫১ জন গবেষক ভর্তি হয়েছেন এমফিল ডিগ্রির জন্য।

এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন অধ্যাপক ড. মীজানুর রহমান।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।