ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে চলচ্চিত্র সংসদের নতুন কমিটি

জবি করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জবিতে চলচ্চিত্র সংসদের নতুন কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জবি’র ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পিস ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।



এত সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দেবাশীষ বিশ্বাস পাভেল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম শাওন।
 
এদিকে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি চলচ্চিত্র সংসদ ও মুভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চলচ্চিত্র উৎসব চলছে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।