ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো ‘পিয়ার ইন্সপেকশন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো ‘পিয়ার ইন্সপেকশন’ ছবি : রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক স্কুলের সঙ্গে আরেক স্কুলের শিক্ষা কার্যক্রমের সমন্বয় করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমবারের মতো চালু হলো ‘পিয়ার ইন্সপেকশন’।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে আধুনিক, যুগোপযোগী, মানসম্পন্ন শিক্ষা দিতে হবে। যাতে তারা একটি শ্রদ্ধাশীল প্রজন্ম হয়ে গড়ে উঠে।

তিনি আরও বলেন, এক স্কুলের সঙ্গে আরেক স্কুলের সমন্বয়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থা দেওয়া হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও গতি আসবে।

অনুষ্ঠানে শিক্ষা সচিবব নজরুল ইসলাম খান এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নীরিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মফিজ উদ্দিন আহম্মেদ ভু্ইয়া বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।