ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি সাংস্কৃতি জোটের সভাপতি সোহেল, সম্পাদক শিমুল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
রাবি সাংস্কৃতি জোটের সভাপতি সোহেল, সম্পাদক শিমুল

রাবি: সোহেল রানাকে সভাপতি ও আবু বকর সিদ্দিক শিমুলকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতি জোটের ২০১৫-১৬ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সভাপতিমণ্ডলীর সদস্য-১ রিপন কর্মকার, সদস্য-২ আব্দুল মজিদ অন্তর, সদস্য-৩ সিরাজুস সালেকিন লুপন, সদস্য-৪ নুরুল ইসলাম রুপম, সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিমেল, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জ্যোতি, অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক অন্তর আলী, প্রচার সম্পাদক রনি, জনসংযোগ সম্পাদক আকাশ কুমার এবং  সম্পাদকমণ্ডলী সদস্য স্বপন কুমার রায়, তাছনিম রফিক রাত্রি ও শামীম হোসেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলের পর নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবশ্রী মণ্ডল।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।