ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির নতুন প্রক্টর মাহবুবুর রহমান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ইবির নতুন প্রক্টর মাহবুবুর রহমান অধ্যাপক ড. মাহবুবুর রহমান

 ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।



শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. ত ম লোকমান হাকিম ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। শুক্রবার রাতে তিনি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বরাবর এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন।

পরে উপাচার্য ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্স  অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন।

এরআগে ইবির প্রক্টরের দায়িত্ব ছাড়াও ড. মাহবুবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।