ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নিয়োগ বাতিলের দাবিতে জাবি উপাচার্যকে আল্টিমেটাম

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
নিয়োগ বাতিলের দাবিতে জাবি উপাচার্যকে আল্টিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা।



শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে প্রশসানিক কর্মকর্তা পদে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। দিপুর বিরুদ্ধে শিক্ষকদের উপর হামলার অভিযোগ এনে শিক্ষকরা তাকে নিয়োগ না দেওয়ার জন্য উপাচার্যকে অনুরোধ করেন।

শিক্ষকদের বিরোধিতা সত্ত্বেও গত ১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটির আগের শেষ দিনে চার ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন উপাচার্য।

এসময় উপাচার্য নিজ ক্ষমতাবলে ছাত্রলীগ নেতা দীপুকে প্রশাসনিক কর্মকর্তা পদে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিয়োগ দেন।

গত ০৩ আগস্ট বাকি পাঁচজন নিজ নিজ পদে যোগ দিলেও, শিক্ষকদের বিরোধিতার কারণে যোগ দিতে পারেননি ফয়সাল হোসেন দীপু। পরে উপাচার্য সে নিয়োগ বাতিল করে পুনরায় গত ২৩ আগস্ট তাকে নিয়োগ দেন। পরে দীপু প্রশাসনিক
কর্মকর্তা পদে প্রশাসনিক ভবনে যোগ দেন।

এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মস‍ূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ১৮ অক্টোবর আবারও সাধারণ সভা আহ্বান করেছে শিক্ষক সমিতি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।