ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

আইইউবি’র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প‍ুনঃনির্বাচিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
আইইউবি’র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প‍ুনঃনির্বাচিত রাশেদ চৌধুরীক

ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র বোর্ড অফ ট্রাস্টিজ জনাব রাশেদ চৌধুরীকে দু’বছরের জন্য চেয়ারম্যান হিসেবে প‍ুনঃনির্বাচিত হয়েছেন।
 
তিনি ইংল্যান্ডের কিংস্টোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা-ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


 
বর্ণাঢ্য কর্মজীবনে রাশেদ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), বঙ্গ গার্মেন্টস লিমিটেড এবং এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন, এবিসি রিয়াল এস্টেট এবং শামসুদ্দীন টাওয়েল লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জনাব রাশেদ চৌধুরী যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একজন সদস্য এবং বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।