ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি ফাইল ফটো

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে সাত জন আহত হয়েছেন।

ক্যাম্পাসে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (১৪ অক্টোবর) বেলা ২টার দিকে কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন-কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী-মুবিন, মিরাজ, মুন্না, ইমরান, জামান, সোহেল ও রিমন।

এদের মধ্যে মুন্না ছাড়া সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এই ঘটনায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করেছেন কলেজ অধ্যক্ষ স ম ইমামুল হাকিম।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।