ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের দাবিতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আয়োজন করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জেলা শাখা।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মনজু মিয়া, সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ম সচিব ছলিম উদ্দিন, অর্থ সচিব রোস্তম আলী, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম ঝন্টু, শামীম রাব্বী, আব্দুল কুদ্দুস প্রমুখ।

এদিকে, কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তারাও দাবি মেনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।