ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে শিক্ষা সমাপনী উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
খুবিতে শিক্ষা সমাপনী উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১১ ব্যাচের ছাত্র-ছাত্রীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান।


 
এ সময় ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফাসহ সহকারী ছাত্রবিষয়ক পরিচালকরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ৠালিটি ক্যাম্পাস থেকে শুরু করে বাস ও ট্রাক যোগে ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ী, নতুন রাস্তার মোড় হয়ে বয়রা বাসস্ট্যান্ড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড দিয়ে গল্লামারী হয়ে ক্যাম্পাসে এসে পৌঁছায়।

বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় দিন ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয় ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে ফরমাল প্রোগ্রাম এবং বিকেল ৪টায় মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ১৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠান সমাপনীর দিন বিকেল ৪টায় মুক্ত মঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।

নির্ধারিত মেয়াদেই শিক্ষা কোর্স সম্পন্ন করার ধারাবাহিক ঐতিহ্য রক্ষা করে এবারও এ ব্যাচের ছাত্র-ছাত্রীরা শিক্ষা সমাপনী উৎসব করছে।

সন্ত্রাস, সেশনজট ও রাজনীতিমুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ থেকে দীর্ঘ এ পর্যন্ত অর্জিত সুনাম ও ভাবমূর্তি অম্লান রয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে চমৎকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।