ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৫ শিক্ষার্থী পেলেন এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ঢাবির ৫ শিক্ষার্থী পেলেন এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৩ সালের বিএস (সম্মান) ও এমএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের পাঁচজন মেধাবী শিক্ষার্থী এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


 
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- খাদিজা খাতুন (বিএস), তানজিলা ইয়াসমিন নিলু (এমএস), অনামিকা রানী দাস (এমএস), ফারহানা আহমেদ সীমি (এমএস), জাকির হোসেন (এমএস)।
 
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, এ এফ মুজিবুর রহমান দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তার আদর্শে উজ্জীবিত হয়ে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
 
‘নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও ১৯তম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল।
 
বিশেষ অতিথি ছিলেন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিসেস এস আর গজনবী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।  
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।