ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ডুয়েটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
ডুয়েটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুর: গাজীপুরে প্রতিষ্ঠিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘ডিজিটাল ইন্টিগ্রেটেড প্রোটেকশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।

তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কোরিয়ান কোম্পানি এলএসআইএস লিমিটেডের হায়ানজিন লি।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবু জাফর। কর্মশালায় বিভাগের শিক্ষক ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।