ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘খ’ ইউনিটের ফল মঙ্গলবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ঢাবি ‘খ’ ইউনিটের ফল মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।


 
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
গত ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের মোট ৬৯টি কেন্দ্রে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে দুই হাজার ২৯৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের জন্য লড়াই করেন ১৪ জন শিক্ষার্থী।
 
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।