ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ সোমবার

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল সোমবার (১২ অক্টোবর)  রাতে প্রকাশ করা হবে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেন।



এই প্রতিবেদককে তিনি বলেন, ওইদিন রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd  ও www.nubd.info এবং যে কোনো মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল  জানতে পারবেন।

মোবাইলে পরীক্ষার ফল পেতে মেসেজ অপশনে গিয়ে nu<স্পেস> h1 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এ পরীক্ষা চলতি বছরের ২১মে শুরু হয়। যা শেষ হয় ৬ জুলাই।

দেশের ৫৫৭টি কলেজের ১৯৭টি কেন্দ্রে মোট এক লাখ ৮০ হাজার ৫১৭ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।