ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রেজিস্ট্রারের সঙ্গে গবিসাসের সাক্ষাৎ

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
রেজিস্ট্রারের সঙ্গে গবিসাসের সাক্ষাৎ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর অদূরে সাভোরে প্রতিষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যরা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে প্রথম কার্য দিবসে রেজিস্ট্রারের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।



এ সময় রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক সমিতির নেতারা।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার মিলনের নেতৃত্বে গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিমন, অর্থ সম্পাদক মনির হোসেন, দফতর সম্পাদক তাজবিদুল ইসলাম সিহাব, কার্যনির্বাহী সদস্য পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।