ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সেনবাগ সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
সেনবাগ সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীস্থ সেনবাগ সমিতির উদ্যোগে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ঈদ পূণর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) এ উপলক্ষে নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী মো. রফিকুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোকতুল হোসেন, সহসভাপতি মো. সোলাইমান, উপদেষ্টা আবদুল মোতালেব, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. হারুন প্রমুখ।

এতে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সমিতির সদস্যদের কৃতি সন্তানদের ক্রেস্ট, প্রাইজবন্ডন প্রদান এবং সমিতির সব সদস্যকে বিশেষ উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।