ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
জবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ২০১৫-১৬ সেশনের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (০৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে একাডেমিক কাউন্সিলের শিক্ষক ও একাডেমিক সদস্যদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আলী নূর বাংলানিউজকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। তবে, অন্য পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হলে শিক্ষ‍ার্থীদের জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোরব ০৮, ২০১৫
এমএ/জেডএ/পিসি

** জবির ‘বি‘ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।