ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি‘ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
জবির ‘বি‘ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি‘ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। জবি শিক্ষক সমিতি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন না করার ঘোষণা দেওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।



০৯ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের জের ধরে বুধবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সিদ্ধান্ত নেয়।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূর বাংলানিউজকে বলেন, ‘৩১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের কোনো দায়িত্ব পালন করবে না জবি শিক্ষক সমিতি। ’ 

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ স্বরূপ শিক্ষক সমিতি এ সিদ্বান্ত নিয়েছে বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ‘পরীক্ষা স্থগিত করা হয়নি। তবে বৃহস্পতিবার সকাল ১০টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা  আহ্বান করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।