ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নেত্রকোনায় কলেজ শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
নেত্রকোনায় কলেজ শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: অষ্টম জাতীয় পে-স্কেলে বিদ্যমান বৈষম্য ও  পদ অবনমনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছেন সরকারি কলেজের শিক্ষকরা।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেত্রকোনা জেলা সভাপতি প্রফেসর নাসরীন বেগম, মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার, কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ জিয়াউল কবীর, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ একেএম সাজেদুল ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, ১০ অক্টোবরের মধ্যে দাবি আদায়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে সব সরকারি কলেজ, বাণিজ্যিক কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় পূর্ণদিবস ক্লাস বর্জন করা হবে। এছাড়া ১৮ অক্টোবর শিক্ষা ভবনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।