ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রাজবাড়ীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
রাজবাড়ীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষা ক্যাডারে বেতন স্কেল ও পদ অবনমনের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষকরা।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজবাড়ী সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।



এতে বক্তব্য রাখেন, কলেজের উপাধক্ষ্য জেসমিন নাহার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সরোয়ার মর্শেদ খান স্বপন, কোষাধক্ষ মো. আ. ছালাম মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের প্রধান আহম্মদ আলী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আক্তার হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ হোসেন খান, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।

বক্তরা বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ অন্যান্য ক্যাডারের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ সুবিধার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।