ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

পটুয়াখালীতে সরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন, মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
পটুয়াখালীতে সরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন, মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: সরকারি কলেজ শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড অবনমনের প্রতিবাদ এবং সিলেকশান গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পটুয়াখালী সরকারি কলেজ ইউনিট।

বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

একই দাবিতে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ইউনিটও মানববন্ধন করেছে।

পরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন আন্দোলনরত শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।