ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধিতে শাবিপ্রবি ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধিতে শাবিপ্রবি ছাত্র ফ্রন্টের প্রতিবাদ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষবর্ষে ভর্তি পরীক্ষায় সব ইউনিটে ভর্তি ফর্মের দাম বাড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক অনীক ধর ও সাধারণ সম্পাদক অপু কুমার দাস এক যৌথ বিবৃতিতে জানান, শাবিপ্রবিতে প্রতি বছর ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধি উচ্চশিক্ষার ধারাবাহিক বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বহিঃপ্রকাশ।

মঞ্জুরি কমিশনের ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বছর বছর ফি বাড়ানো হচ্ছে। অথচ ভর্তি পরীক্ষায় উচ্চ প্রযুক্তির ব্যবহার হওয়ার কারণে আনুষঙ্গিক ব্যয় কমেছে।

নেতারা অবিলম্বে ভর্তি ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান এবং উচ্চশিক্ষার ক্রমাগত বেসরকারিকরণের বিরুদ্ধে ছাত্রসমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।