ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মাশরাফির জন্মদিন উদযাপন করলো শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মাশরাফির জন্মদিন উদযাপন করলো শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক (ওয়ানডে, টি-টোয়েন্টি) মাশরাফি বিন মর্তুজার ৩২তম জন্মদিন উদযাপন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীরা।

সোমবার (০৫ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বরে এই অনুষ্ঠান পালন করা হয়।



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নড়াইল জেলার শিক্ষার্থীদের উদ্যোগে এই জন্মদিন উৎসব হয়েছে। সব জেলার শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেক কেটে একে অন্যকে খাইয়ে দেওয়া হয় এছাড়া তোলা হয় গ্রুপ ছবি। এরপর একটি শুভেচ্ছা মিছিল বের হয়। শুভেচ্ছা মিছিলটি শেখ হাসিনা চত্বর থেকে ছাত্রদের হলের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।