ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ: মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  
 
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা শহরের খড়মপট্টি এলাকায় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।

 
 
মিছিলটি শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় গৌরাঙ্গ বাজারের তিন রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
 
পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কর্মসূচি অব্যাহত রাখে তারা। আধাঘণ্টা পর অবরোধ তুলে নেয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
  
কর্মসূচি চলাকালে বক্তব্যে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানায়।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।