ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রোকেয়া স্মৃতি শিক্ষা পদক পাওয়ায় বেরোবি ভিসিকে শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
রোকেয়া স্মৃতি শিক্ষা পদক পাওয়ায় বেরোবি ভিসিকে শুভেচ্ছা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোকেয়া স্মৃতি শিক্ষা পদক পাওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্যকে তার অফিসে ফুলেল শুভেচ্ছা জানান।



গত ২৭ সেপ্টেম্বর রংপুর রিপোর্টার্স ক্লাব তাকে এ পদক দেয়। শিক্ষা বিস্তারে অনবদ্য অবদানের জন্য ‘মহীয়সী নারী বেগম রোকেয়া স্মৃতি শিক্ষা পদক’ দেওয়া হয়ে থাকে।
 
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।