ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে ইথিকস টিচার্স ট্রেইনিং কোর্স শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
জাবিতে ইথিকস টিচার্স ট্রেইনিং কোর্স শীর্ষক কর্মশালা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইথিকস টিচার্স ট্রেইনিং কোর্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

ইউনেস্কোর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালা উদ্বোধনকালে উপাচার্য বলেন, নীতি-শিক্ষা পরিবার থেকে শুরু হয় এবং নীতি-নৈতিকতার মধ্য দিয়ে মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর আদর্শিক ভাবনার উন্মেষ ঘটবে।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ডা. আবদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা ড. সুই ভিজে (Sue Vize)।

প্রশিক্ষণ কর্মশালায় দেশ-বিদেশের ৩৫ শিক্ষক অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী কর্মশালায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেবেন বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক এম. মোজাহারুল হক, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির দর্শন বিভাগের অধ্যাপক ড. লিওনার্দো ডি ক্যাস্ট্রো, অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক মেহেরুন্নিসা সুলেমান, নামিবিয়া ইউনিভার্সিটির দর্শন বিভাগের শিক্ষক ড. মাসউদ নাসর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।