ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ঢাকা: সোহর‍াওয়ার্দী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কর্তৃপক্ষ বিকেল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেন।



রোববার (০৪ অক্টোবর) দুপুরে কলেজে দু’গ্রুপ শিক্ষার্থী সংঘর্ষের কারণে কলেজ কর্তৃপক্ষ এ বন্ধ ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্তি উপ পুলিশ কমিশনার (এডিসি) ওহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দু’গ্রুপ শিক্ষার্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ৪/৫ শিক্ষার্থী আহত হন।

আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এডিসি ওহিদুল ইসলাম। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (০৩ অক্টোবর) থেকে শিক্ষার্থী দুগ্রুপের সংঘর্ষের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।