ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অন্দোলন অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অন্দোলন অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহীতে আন্দোলন অব্যাহত রয়েছে।

শনিবারও (০৩ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টা থেকে থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
 
মানববন্ধন চলাকালে বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজের ৫৪ ও ৫৫ তম ব্যাচের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন। এ সময় বাড়তি নিরাপত্তা গ্রহণ করলেও তাদের কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ।
 
তবে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, পুলিশ বাধা দিলেও তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে।

সমাবেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, প্রকৃত মেধাবীরা এ বছর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় সুযোগ পায়নি। যারা টাকা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে তারাই সুযোগ পেয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসক হয়ে টাকার জন্যই চিকিৎসা করবে। নৈতিকতা ভুলে সেবাকে তারা ব্যবসায় পরিণত করবে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।