ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সুযোগ পেয়েও মেডিকেলে ভর্তি হতে পারছে না রানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
সুযোগ পেয়েও মেডিকেলে ভর্তি হতে পারছে না রানা রানা

মধুপুর (টাঙ্গাইল): এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ও পরবর্তীতে পড়াশোনার খরচ নিয়ে নানা শঙ্কায় রানা আর্য্য জয় নামে এক মেধাবী। দারিদ্রতা তার চিকিৎসক হওয়ার পথে বড় অন্তরায়।

ছেলেকে নিয়ে দিশেহারা তার অহসায় পরিবারও।

তবুও সব বাধা ডিঙিয়ে অনেকের উৎসাহে সে চিকিৎসক হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রংপুর মেডিকেলে সুযোগ পাওয়া রানার ভর্তির শেষদিন শনিবার (০৩ অক্টোবর)।

অদম্য মেধাবী রানা আর্য্য জয় টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মদন গোপাল আঙ্গিনা পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী গৌর চন্দ্র আর্য্য’র ছেলে। মা লক্ষ্মী রাণী আর্য্য একজন গৃহিনী।

একান্ত আলাপকালে রানা বাংলানিউজকে জানান, প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি। জিপিএ-৫ পেয়ে মাধ্যমিকের গণ্ডি পার হয়ে অনেক কষ্টে ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পাশ। কোচিং করার ইচ্ছে থাকলেও আর্থিক সামর্থ না থাকায় তা দমিয়ে রাখতে হয়। দুইমাস পর পরিবার কিছু টাকা দিলে ময়মনসিংহের একটি কোচিংয়ে ভর্তি হন রানা। চিকিৎসক হওয়ার ইচ্ছায় অল্প সময়ের প্রস্তুতিতে সে গত বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়। দ্বিতীয়বার  ফের পরীক্ষা দিতে চালিয়ে যায় পড়াশোনা। অবশেষে এবার সে টিকে যায়।

কিন্তু টিকলে কী হবে, ভর্তির অর্থই যে নেই! চিন্তা আরও আছে ভবিষ্যতে পড়বে কি করে সে!

এখন কেউ যদি রানার পাশে একটু এগিয়ে আসেন তবে রানা হতে পারবে চিকিৎসক। এটুকু সাহায্য তাকে করতে এগিয়ে আসা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।