ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তির ফলাফল বাতিলের দাবিতে সাভারে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
মেডিকেল ভর্তির ফলাফল বাতিলের দাবিতে সাভারে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সাভারে মানববন্ধন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।

শুক্রবার (০২ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কে সাভার সিটি সেন্টারের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে পরীক্ষার ফলাফল অবিলম্বে বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাভার শাখার সভাপতি শাখাওয়াত রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র সংসদের সাভার থানা সাধারণ সম্পাদক শুভ চৌধুরী, উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক আজম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর, সংস্কৃতিকর্মী সাজেদা বেগমসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২১০৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।