ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নোয়াখালীর চরাঞ্চলে কলেজের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
নোয়াখালীর চরাঞ্চলে কলেজের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী সদর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে সূবর্ণচর উপজেলার চর এলাকায় উচ্চশিক্ষার সুবিধার্থে কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে।

সূবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর এলাকা থানারহাটে কলেজ প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।



বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক আবদুল কাদের, অ্যাডভোকেট আবদুল্লাহ, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, আবুল খায়ের মুন্সি মেম্বার, ইয়াকুব আলী, অজি উল্লা মেম্বার, পলাশ মেম্বার, ডাক্তার নজরুল ইসলাম, বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন, আলাউদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।