ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও পরীক্ষা বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে খুলনা মেডিকেল কলেজের শহীদ মিনারের পদদেশে এ মানববন্ধন করা হয়।

এর আগে শিক্ষার্থীরা সকাল থেকে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষার্থীরা স্লোগানে বলেন, প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বারো মাস’, ‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজারদরে?’ , ‘প্রশ্নপত্র ফাঁস হলে; দেশ যাবে রসাতলে’।

মানববন্ধনে বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা বলেন, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে ও পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এ পরীক্ষা বাতিল করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী মিনহাজুর রহমান। কর্মসূচিতে অভিভাবকরাও অংশ নেন।

আয়েশা বেগম নামের এক অভিভাবক বাংলানিউজকে বলেন, যারা মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য রাত-দিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছে, তারা কেউ এই প্রশ্নপত্রের পেছনে ছুটতে যায়নি। তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলো। যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তারাই এ প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।

তিনি পরীক্ষার ফলাফল স্থগিত করে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।