ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি ছাত্র ফ্রন্টের

ঢাকা: মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিবাদকারী শিক্ষার্থীদের কর্মসূচি পালনে বাধা দেওয়ার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন এবং সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু এ নিন্দা জানান।



তারা বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় ইউজিসি’র সহকারী পরিচালককে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশ্নফাঁসের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তারপরও সরকার এই পরীক্ষার ফলাফল বাতিল করেনি। এর মাধ্যমে প্রমাণ হয়, এসব ঘটনার সঙ্গে সরকার দলীয় ব্যক্তিরা জড়িত।

তারা আরও অভিযোগ করেন, সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া দেশের পাবলিক পরীক্ষাগুলোতে বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটতে পারতো না।

নেতারা অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার এবং মেডিকেল পরীক্ষার ফল বাতিল এবং পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।