ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি আইবিএ’তে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ঢাবি আইবিএ’তে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে নোটিশ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ’তে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রত্যাহার ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. মো. ইউনুচ আলী আকন্দ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডাকযোগে তিনি এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশ অনুসারে ব্যবস্থা না নিলে ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টে রিট করার কথাও জানিয়েছেন এ আইনজীবী।

নোটিশে বিবাদী করা হয়েছে, আইবিএ’র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।

নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় মাত্র একবার অংশগ্রহণের সুযোগ থাকবে বলে ২০১৪ সালের ১৫ অক্টোবর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত কেবল ক, খ, গ, ঘ ও চ ইউনিটের জন্য প্রযোজ্য হবে। এটা বিবিএ ভর্তির জন্য প্রযোজ্য হবে না। কারণ আইবিএ একটি স্বায়ত্বশাসিত ইনস্টিটিউট। তাই আইবিএ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ সেপ্টেম্বর দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার, বাতিল বা মডিফাই করে ২০১৪-২০১৫ সেশনের পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।