ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
দিনাজপুরে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষার দাবি

দিনাজপুর: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দিনাজপুরের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মায়িশা ফাবিয়া স্বস্তি।

বক্তব্যে বলা হয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে ভর্তি প্রক্রিয়া স্থগিত এবং পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে। এছাড়া প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।