ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক মাহবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান শুভম গোস্বামী।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন- শিক্ষার্থী সালেহা মাসুম, বাঁধন, পূজা বিশ্বাস, অভিভাবক জেসমিন আরা বেগম, নাহিদ পারভীন, ইতি সাহা প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজের এই বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে মেধাবীদের জায়গায় অযোগ্যরা ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে ভর্তি পরীক্ষা না নেওয়া হলে ঢাকার আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে ফরিদপুরেও আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।