ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে রাজশাহীতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।



তাদের দাবি, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং আগের দিন রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিল করতে হবে।

প্রচণ্ড রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে ফুটপাতের উপর জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে তারা বলেন, পরীক্ষার আগের দিন রাত একটা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফেসবুকে ‘আপলোড’ হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল ৭টা ৫৯ মিনিট এবং ৮টায়ও প্রশ্নপত্র ‘আপলোড’ হয়েছে। তারা দাবি করেন, যেই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে। তাই পরীক্ষা বাতিল করে তা নতুন করে আবার নিতে হবে।

মানবন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইশতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ, জেনি, মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।