ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

চাঁদপুর জেলার শীর্ষে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
চাঁদপুর জেলার শীর্ষে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ

চাঁদপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি পাস পরীক্ষার ফলাফলে চাঁদপুর জেলার ২৪টি ডিগ্রি কলেজের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ।

এবার ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৯ জনই উত্তীর্ণ হয়েছেন।

এদের মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৪০ জন।

বিএসএসের ৭১ পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন প্রথম বিভাগ, ৩৯ জন দ্বিতীয় বিভাগ ও একজন তৃতীয় বিভাগ পেয়েছেন।

বিএ’র ১০ পরীক্ষার্থীর মধ্যে তিনজন প্রথম বিভাগ ও সাতজন দ্বিতীয় বিভাগ পেয়েছেন।

বিএসসির পাঁচ পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগে এবং বিবিএসের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে দু’জন প্রথম বিভাগ, ৩৭ জন দ্বিতীয় বিভাগ ও পাঁচজন তৃতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

কলেজের অধ্যক্ষ শাহ্ মো. জালাল উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুনের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।