ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

আইবিএস জার্নালের জন্য প্রবন্ধ আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আইবিএস জার্নালের জন্য প্রবন্ধ আহ্বান

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) জার্নালের জন্য প্রবন্ধ আহ্বান করা হয়েছে। প্রতি বছর ডিসেম্বর মাসে একটি বাংলা ও একটি ইংরেজি জার্নাল প্রকাশ করে প্রতিষ্ঠানটি।



এ জার্নালে মুদ্রিত হয় বাংলাদেশের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাজনীতি, সমাজতত্ত্ব, নৃ-তত্ত্ব, আইন, ভাষা, সাহিত্য, দর্শন, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, সঙ্গীত, সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের জীবনধারার সঙ্গে সম্পৃক্ত যে কোনো বিষয়ের উপরে রচিত প্রবন্ধ।

প্রবন্ধের নিম্নরূপ বৈশিষ্ট্য প্রত্যাশা করা হয়:
প্রবন্ধে মৌলিকত্ব থাকতে হবে;
প্রবন্ধের শব্দসংখ্যা হবে সর্বোচ্চ ৬০০০;
বাংলা ও ইংরেজি উভয় প্রবন্ধের ক্ষেত্রে প্রবন্ধের শুরুতে ইংরেজি ভাষায় রচিত ১০০ শব্দের একটি সারসংক্ষেপ থাকবে;
পাদটীকায় তথ্যনির্দেশ করতে হবে এবং তথ্যনির্দেশের শৈলী হবে শিকাগো পদ্ধতির;
বাংলা প্রবন্ধের বানান হবে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান অনুযায়ী এবং ইংরেজি প্রবন্ধের বানান হবে ব্রিটিশ বানান অনুযায়ী;
বিজয় সফটওয়্যারের সুতন্বী এমজে ফন্টে বাংলা প্রবন্ধ এবং টাইমস নিউ রোমান ফন্টে ইংরেজি প্রবন্ধ কম্পোজ করতে হবে।

আগ্রহী প্রবন্ধকারদের প্রবন্ধের দুই কপি পাণ্ডুলিপি জমা দিতে এবং এমএস ওয়ার্ড ফরম্যাটে প্রবন্ধের একটি সফট কপি [email protected] ঠিকানায় পাঠাতে আহ্বান করা হলো।

সোমবার (২১ সেপ্টেম্বর) আইবিএসের পরিচালক ও জার্নালের সম্পাদক ড. স্বরোচিষ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।