ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

মধুখালীতে প্রাথমিক শিক্ষা বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মধুখালীতে প্রাথমিক শিক্ষা বিষয়ক সেমিনার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ‘প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী উপজেলা শাখা।


   
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় মধুখালী উপজেলা মাল্টিমারপাস অডিটোরিয়ামে সেমিনারে সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।
  
সংসদ সদস্য আব্দুর রহমান বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের ব্যাপারে আন্তরিক। মানুষ গড়ার এই কারিগরদের জীবন-মানের উন্নয়ন হলেই প্রাথমিক শিক্ষার গুনগত মানের উন্নয়ন সম্ভব হবে।   
   
মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যার সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মালেক, সহকারী শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম রহমান, উপজেলা শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি সরস্বতী সিকদার,  নবনির্বাচিত সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিববুর রহমান প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।