ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

উচ্চশিক্ষায় সফল হলেই দেশ এগোবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
উচ্চশিক্ষায় সফল হলেই দেশ এগোবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: উচ্চশিক্ষায় সফল হলেই দেশ এগোবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

সেমিনারে বক্তারা বলেন, আজকের তরুণ প্রজন্ম জ্ঞান-বিজ্ঞানে উন্নত হলে তারা নিজ যোগ্যতায় পৃথিবীতে ঠাঁই করে নেবে।

সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে থাকবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানে বাংলাদেশ হবে পৃথিবীতে এক অনন্য উদাহরণ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে ‘উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা: প্রেক্ষাপট ময়মনসিংহ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ময়মনসিংহ কলেজের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দর মুকুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সভাপতিত্ব করেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী।  

প্রবন্ধে আরও বলা হয়, ইতিহাস-ঐতিহ্যের এ শহরে এখনও উচ্চ শিক্ষার সুযোগ সংকুচিত। দিন দিন ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় আগ্রহী হলেও এ শহর তাদের স্বপ্নপূরণে সহায়ক নয়। আবার অনেকের পক্ষেই রাজধানী বা অন্যত্র গিয়ে নানাবিধ সমস্যায় উচ্চশিক্ষা গ্রহণ সম্ভব হয় না।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ড সভাপতি ডা. এ এম শামীম, রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এন এম শাহজাহান সরকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসইউবির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।