ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে শনিবার থেকে ঈদের ছুটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইবিতে শনিবার থেকে ঈদের ছুটি

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। এজন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।


 
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইকবাল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ছুটি শেষে ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে আবারো ক্লাস-পরীক্ষা শুরু হবে। এর আগের দিন ৩ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।   
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।