ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির পরিসংখ্যান বিভাগের সভাপতিকে অব্যাহতি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইবির পরিসংখ্যান বিভাগের সভাপতিকে অব্যাহতি

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের সভাপতির পদ থেকে অধ্যাপক ড. কামাল উদ্দিনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে 'কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না'- সাত কার্য দিবসের মধ্যে এই মর্মে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

  
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে এ নির্দেশ কার্যকর হয়।  
 
ক্ষমতার অপব্যবহার, বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি লঙ্ঘন করে বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার অভিযোগে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
এদিকে, বিভাগের শিক্ষক আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে সভাপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি অস্থায়ীভাবে দায়িত্বপালন করবেন।  
 
সূত্র জানায়, বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করে গত ১৩ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন ড. কামাল উদ্দিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ক্লাস-পরীক্ষা চালুর অনুরোধ জানালেও তিনি ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে অটল থাকেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে বিভাগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।