ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে ডিভিএম ইন্টার্নশিপ সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পবিপ্রবিতে ডিভিএম ইন্টার্নশিপ সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি(পটুয়াখালী): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ইন্টার্নশিপে গমনকারীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার( ১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনেটা এনিমেল হেলথ’র সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ সেমিনারে উপস্থিত ছিলেন ইন্টার্নশিপ কমিটির সদস্য সচিব এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আহমেদ, কমিটির সদস্য সহকারী অধ্যাপক ড. মো. লালমদ্দিন মোল্লা, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড এ কে এম মোস্তফা আনোয়ার, কমিটির সদস্য ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুর রেজা, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, রেনেটা লিমিটেডের এ এসএম মো. জাহিদুজ্জমান, প্রোডাক্ট ম্যানেজার ডা. হিমেল চাকমা, ডিএসএম (বরিশাল) মো. আব্দুল গফফার প্রমুখ।

সেমিনারে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির ৯ম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

৬ মাসে ১টি সেমিস্টার ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কর্মসূচিতে অংশ গ্রহণ করবে বলে জানান ইন্টার্নশিপ কমিটি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।