ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণির ভর্তির আবেদন ফি কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণির ভর্তির আবেদন ফি কমলো

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।



এতে আরও উল্লেখ করা হয়, সেশন জট নিরসনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম বিগত বছরের তুলনায় কয়েক মাস এগিয়ে নিয়ে আনা হয়েছে।

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ২৫ অক্টোবর।

আর আগামী ১ ডিসেম্বর ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।