ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
রাবি ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক সাবেক নেতা ও বর্তমান এক কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর কলাবাগান এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের আটক করে।



আটকরা হলেন, রাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকির ও বর্তমান ছাত্রলীগ কর্মী চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম রাজু।
 
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি ছুরি পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো অভিযোগ না পাওয়া গেলে ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।